এই পর্বটি শারদীয়া মুগ্ধবাংলায় বহু আগে প্রকাশিত হয়েছিল এবং সেখান থেকে কমিকসের পাতাগুলি আলাদা করে বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ফোরামে এই কমিকসটি যথেচ্ছভাবে শেয়ার হয়ে আসছে। সেজন্য এতদিন বলতে গেলে রাগ করেই এটি শেয়ার করিনি। এখানে কমিকসের আসল কপিটি শেয়ার করা হল এই জন্য যে, এই সিরিজের বাকি পর্বগুলি এখানে আসতে চলেছে।
দাদা, আপনি যেভাবে এক্টার পর একটা আপলোড দিয়ে যাচ্ছেন তা দেখে দারুণ লাগছে, অনেকদিন পর মুগ্ধবাংলায় কমিক্সের জোয়ার এসেছে - বেশ আনন্দ হচ্ছে।
কিন্তু, সেই আনন্দের স্বাদ আমি পাচ্ছিনা... কিরকম লাগছে বলছি - ধরুন নিমন্ত্রন বাড়িতে গেলাম কবজি ডুবিয়ে খাবো বলে, সব হোল অথচ খাবার সময় দেখলাম, কোন খাবারই দুটোর বেশি দিচ্ছেনা। সামনে থরে থরে খাবার সাজানো - কিন্তু পেট অভুক্ত।
ঠিক সেরকম লাগছে এখন - থরে থরে কমিক্স আসছে, কিন্তু একটাও পড়তে পারছিনা... দিনে ২ পাতা করে পড়লে মাসে হয় ৬০ পাতা। আপনার এক একটি আপলোড ৫০ পাতার... সেভাবে চললে মাসে একটা বই পড়া যাবে। তাই আপনার কাছে আবেদন যদি সম্ভব হয় দিনে ২ পাতার লিমিটটা একটু বাড়ালে ভালো হয়, নাহলে হ্রদয় অভুক্তই থেকে যাবে।
নতুন বছরের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আপনাদের দুজন আপ্লোডারকেই।